এই নিচের অংশটি ঈশা যোগ কেন্দ্রে 21 দিনের হঠ যোগ প্রোগ্রামের একটি সেশনে সদগুরুর বক্তব্য থেকে নেওয়া হয়েছে।সদগুরু বলছেন, কোনও সিদ্ধান্ত বা অনুমানে পৌঁছানোর বদলে সবার উচিত সাহস ও অঙ্গীকার নিয়ে সত্যের অনুসন্ধান শুরু করা।

প্রশ্ন: ছোটবেলা থেকে, আমাকে বিশ্বাস করানো হয়েছে যে ঈশ্বর আছেন, এবং সেই বিশ্বাসের ফলেই, আমি ভক্ত হয়ে উঠেছি। কিন্তু যখন আমি এখানকার হঠ যোগ প্রোগ্রামটি শুরু করলাম, আর লক্ষ্য করলাম যে ঈশার পন্থাটাই পুরো কর্ম-কেন্দ্রিক। তার মানে এই দাঁড়ায় যে কোথাও ঈশ্বরের কোনও ভূমিকা নেই। একুশ বছর ধরে আমি ভগবানে বিশ্বাস করে এসেছি – এখন হঠাৎ করে সেই বিশ্বাস ভাঙা মোটেই সহজ নয়। অনুগ্রহ করে আমাকে এটা বুঝতে সাহায্য করুন।

সদ্গুরু: শঙ্করন পিল্লাইয়ের বিয়ে ভেঙে যাওয়ার মুখে ছিল। তো তিনি বিবাহ পরামর্শকের কাছে গিয়ে বললেন, “আমার কী করা উচিত? আমি যাই করি না কেন, সব উল্টোপাল্টা হয়ে যায়।” বিবাহ পরামর্শক বললেন, “আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন উনি আসলে কী চান,” এবং কীভাবে জিজ্ঞেস করতে হবে সেবিষয়ে কিছু টিপস দিলেন। শঙ্করন পিল্লাই বাড়ি ফিরে দেখলেন, তাঁর স্ত্রী একটা মহিলাদের ম্যাগাজিন পড়ছেন, তাঁর দিকে ফিরেও তাকাচ্ছেন না। তিনি এক মুহূর্ত ভেবে কী বলবেন ঠিক করলেন, তারপর বললেন, “সোনা, তোমার একজন বুদ্ধিমান লোক আর একজন সুদর্শন লোক – এদের মধ্যে কাকে পছন্দ?” স্ত্রী কোনও উত্তর দিলেন না। তখন তিনি আরও কাছে গিয়ে, তাঁর পাশে বসে, বললেন, “প্রিয়তমা, তোমার একজন বুদ্ধিমান আর একজন সুদর্শন লোকের মধ্যে কাকে পছন্দ?” ম্যাগাজিন থেকে মুখ না তুলেই স্ত্রী উত্তর দিলেন, “কাউকেই না – আমি শুধু তোমাকেই ভালোবাসি।”

প্রেম ঘঠিত সম্পর্ক না চালিয়ে, বিয়েটা বাঁচিয়ে রাখার মত যথেষ্ট জ্ঞান তার মধ্যে ছিল। এবার আপনার ভক্তির দিকে তাকানো যাক। এর আগে, আপনি সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে ঈশ্বর আছেন। এখন আপনি এখানকার অনুষ্ঠানে এসে সিদ্ধান্তে পৌঁছলেন যে ঈশা কর্ম-কেন্দ্রিক! প্রোগ্রাম শেষ হওয়ার পর এখান থেকে চলে গিয়ে না জানি আবার কি সিদ্ধান্তে পৌঁছবেন। সিদ্ধান্তে পৌঁছনো বন্ধ করুন। যোগের মানে হল অনুসন্ধান করা। অনুসন্ধান মানে আপনি বুঝতে পেরেছেন যে আপনি জানেন না। আর আপনি নিজের অন্তরে এমন স্তরের সততায় পৌঁছেছেন যে এই মুহূর্তে সুবিধাজনক মনে হলেও আপনি কোনো কিছু ধরে নিতে রাজি নন।

এক অনুমান থেকে আরেকটায়

আপনার সম্প্রদায়ে, আপনার পরিবারে, ভগবানে বিশ্বাস করা, বা বরং ওনারা সবাই যে ভগবানে বিশ্বাস করেন তাঁতে বিশ্বাস করা সুবিধাজনক, তাই আপনি সেটা করছিলেন। তারপর এখানে এসে ভাবলেন, যদি আপনি “রাম, রাম” , “শিব, শিব” বা ঐরকম কিছু বলতে থাকেন, তাহলে লোকে আপনার উপর হাসবে। তো এখন আপনি হয়ে গেছেন “কর্ম-কেন্দ্রিক”! এই পরিবর্তনটা হতে কতটা সময় লাগল? নিজের সাথে এরকম করবেন না। আপনি এত সহজেই পরিবর্তিত হয়ে যাচ্ছেন, তার কারন হল আপনি সাহস আর অঙ্গীকার নিয়ে একজন অনুসন্ধানী হওয়ার বদলে, এক অনুমান থেকে আরেক অনুমানে সরে যাচ্ছেন। অনুসন্ধানী হওয়া মানে স্বীকার করা যে আপনি জানেন না। আপনি জানেন না ঈশ্বর এই পৃথিবী চালাচ্ছেন নাকি কর্ম পৃথিবীকে চালাচ্ছে – এটাই প্রকৃত সত্য।

https://www.youtube.com/watch?v=LixWlh-i0A0

প্রথম প্রথম, এতে আপনার ভয় লাগতে পারে। কিন্তু যাতেই আপনার ভয় লাগে, কিছু সময় পর সেটার অভ্যাস হয়ে যায়। ধরুন আপনাকে একটা ঘরে একটা আগুন-উগরে দেওয়া ড্রাগনের সাথে বন্ধ করে দেওয়া হল। যদি আপনি আগুনে পুড়ে মারা না যান, তিন দিন পর, ধীরে ধীরে আপনি ড্রাগনটার সাথে কথা বলা শুরু করবেন। সুতরাং, অনুমান করবেন না বা এক অনুমান থেকে অন্যটায় সরে যাবেন না। আসল সত্যিটা হচ্ছে আপনি জানেন না। এটাই আপনাকে সকালে ঘুম থেকে উঠে যোগ অভ্যাস করতে উৎসাহিত করবে। কে জানে উপরে স্বর্গ আছে নাকি নরক, ঈশ্বর আছেন নাকি শয়তান। অন্তত আপনি যা জানেন – আপনার শরীর, মন, প্রাণশক্তি, আবেগ – সেগুলোকে ভালোভাবে রাখুন।

ধরুন আপনি স্বর্গে গেলেন – সেটা উপভোগ করতে আপনাকে ভালো অবস্থায় থাকতে হবে। ধরুন নরকে গেলেন – তাহলে সেটাকে সহ্য করে টিকে থাকার জন্যও আপনাকে ভালো অবস্থায় থাকতে হবে। যেকোনও ভাবেই হোক, আপনাকে ভালো অবস্থায় থাকতে হবে। এই পৃথিবীতে বেঁচে থাকতে আর ভালোভাবে কাজ করতেও আপনাকে ভালো অবস্থায় থাকতে হবে। তো ঈশ্বরে বিশ্বাস করুন বা না করুন, আপনাকে শারীর, মন, আবেগ আর শক্তির দিক থেকে ভালো অবস্থায় থাকতে হবে।

Editor’s Note: সমস্ত সীমাবদ্ধতার ঊর্ধ্বে যাওয়ার এক বিরল সম্ভাবনা নিয়ে, সদগুরু সাধককে পরম মুক্তির দিকে এক রহস্যময় যাত্রায় নিয়ে যান। "এ গুরু অলওয়েজ টেকস ইউ ফর আ রাইড" (A Guru Always Takes You For a Ride) বইটিতে সদগুরু গুরু-শিষ্য সম্পর্কের দুর্লভ অন্তর্দৃষ্টি প্রদান করেছেন। এখনই ডাউনলোড করুন।

এই নিবন্ধটির একটি সংস্করণ মূলত 2016 সালের নভেম্বরে ইশা ফরেস্ট ফ্লাওয়ারে প্রকাশিত হয়েছিল। "আপনার মূল্য দিন, কোনো ন্যূনতম মূল্য নেই" (name your price, no minimum) ভিত্তিতে PDF হিসাবে ডাউনলোড করুন অথবা প্রিন্ট সংস্করণে সাবস্ক্রাইব করুন।