এখানে, মা গম্ভীরী এক তরুণী উচ্চাকাঙ্ক্ষী পাইলট থেকে একজন একনিষ্ঠ সন্ন্যাসিনী হিসেবে রূপান্তরের কাহিনী অকপটে বর্ণনা করেছেন, সদগুরুর একজন যোগ শিক্ষক থেকে গুরু হিসেবে রুপান্তর, কিভাবে তাদের চোখের সামনে ধ্যানলিঙ্গের প্রাণ-প্রতিষ্ঠা সদগুরুর শরীরকে প্রভাবিত করেছিল, এবং শুরুর দিনগুলো থেকে আজ পর্যন্ত অন্যান্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ব্যক্ত করেছেন।