সদগুরু সম্প্রতি এক প্রাণঘাতী পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন।

বিগত চার সপ্তাহ ধরে সদগুরু অত্যন্ত তীব্র মাথা-যন্ত্রণায় ভুগছিলেন। যন্ত্রণার তীব্র বেদনা সত্ত্বেও, উঁনি নিজের স্বাভাবিক দৈনন্দিন কর্মসূচি এবং সামাজিক কাজকর্মও বজায় রেখেছিলেন, এবং এমনকি 8 মার্চ 2024 এর মহাশিবরাত্রি অনুষ্ঠানও পরিচালনা করেছিলেন।  

15 মার্চ 2024 নাগাদ মাথা-যন্ত্রণা আরও তীব্রতর হয়ে ওঠে, এবং তখন তিনি বিকেল 3:45 নাগাদ দিল্লির ইন্দ্রপ্রস্থ এপোলো হসপিটালের সিনিয়র কনসালটেন্ট নিউরোলজিস্ট ড: ভিনীত সুরি -এর সঙ্গে টেলিফোন যোগে যোগাযোগ করেন। ডক্টর সুরি তৎক্ষণাৎ একটা “সাব-ডুরাল হেমাটোমা” এর আশঙ্কা করেন এবং MRI করানোর জন্য সুপারিশ দেন। ওই দিনেই সদগুরু বিকেল 4.30 নাগাদ ইন্দ্রপ্রস্থ এপোলো হসপিটালে MRI ব্রেইন স্ক্যান করান, এবং এতে তাঁর মাথার খুলির মধ্যে বিরাট রক্তক্ষরণ ধরা পরে। 3-4 সপ্তাহব্যাপী ক্রনিক রক্তক্ষরণের চিহ্ন ধরা পরে এবং সম্প্রতি 24-48 ঘন্টার মধ্যেও পুনরায় রক্তক্ষরণ ঘটেছিল। সদগুরুকে তৎক্ষণাৎ হসপিটালে ভর্তি হতে এবং যথাযথ চিকিৎসা অবলম্বন করতে বলা হয়, কিন্তু 15 তারিখ সন্ধ্যা 6 টায় এবং 16 মার্চ “দ্য ইন্ডিয়া টুডে কনক্লেভ”(the India Today Conclave) -এ কিছু গুরুত্বপূর্ণ মিটিং তাঁর জন্য পূর্বনির্ধারিত করা ছিল। সদগুরু উল্লেখ করে বলেছিলেন “শেষ 40 বছরে আমি কখনও একটা মিটিং-ও মিস করিনি”, এবং তীব্র যন্ত্রণাময় উপসর্গ থাকা সত্ত্বেও তিনি যন্ত্রণা দমনকারী ওষুদের সাহায্য নিয়ে 15 তারিখ সন্ধ্যা 6 টার মিটিং এবং 16 তারিখ “দ্য ইন্ডিয়া টুডে কনক্লেভ” এর মিটিং সম্পন্ন করেছিলেন।

17 মার্চ 2024-এ, সদগুরুর স্বাস্থ্যে আরও অবনতি দেখা গেলে ডঃ ভিনিত সুরির তত্ত্বাবধানে ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হসপিটালে তাঁকে ভর্তি করা হয়। সি.টি. স্ক্যানে মস্তিস্কের ফোলায় এক উল্লেখযোগ্য বৃদ্ধি ধরা পড়ে এবং অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ডক্টর বিনিত সুরির মতে, 17-ই মার্চ, সদগুরু উল্লেখ করে বলেছিলেন "এখন আপনার পদ্ধতিটি সম্পাদন করার সময়"।

সদগুরুর চিকিৎসার পরিচালনা করেছিলেন ডাক্তারদের একটি দল (ডঃ ভিনিত সুরি, ডাঃ প্রণব কুমার, ডাঃ সুধীর ত্যাগী এবং ডাঃ এস চ্যাটার্জি) এবং মস্তিষ্কের রক্তক্ষরণ অপসারণের জন্য 17 মার্চ একটি আপদকালীন ব্রেইন সার্জারি করা হয়েছিল। অস্ত্রোপচারের পর সদগুরুকে ভেন্টিলেটর থেকে সরিয়ে আনা হয়েছিল।

সদগুরুর স্বাস্থ্যে ক্রমশ উন্নতি দেখা গেছে এবং তাঁর মস্তিষ্ক, শরীর ও দৈহিক অপরিহার্য মাপকাঠিগুলি স্বাভাবিক অবস্থায় পৌঁছেছে। তাঁর আরোগ্য ভালভাবে হয়েছে এবং ডাঃ ভিনিত সুরির কথায় "অ্যাপোলোর মেডিকেল টিম দ্বারা প্রতিষ্ঠিত সেরা চিকিৎসা ব্যবস্থা ছাড়াও সদগুরু নিজেই নিজেকে নিরাময় করে তুলছেন।”