ঈশা ফাউন্ডেশনের সমস্ত বিল্ডিং আইন সম্মত
ঈশা ফাউন্ডেশন আরও একবার পরিষ্কার ভাবে সবাইকে জানাতে চাই যে ঈশা যোগ সেন্টারে সমস্ত বিল্ডিং আইন সম্মত ভাবেই নির্মাণ করা হয়েছে
ঈশা যোগ সেন্টার দ্বারা কোনও ভূমি দখল বা হাতির করিডোরে অনুপ্রবেশ করা হয়নি: RTI-এর উত্তরে তামিলনাড়ু সরকারের প্রতিক্রিয়া
সাম্প্রতিক কিছু আর্টিকেল দেখা গেছে যেখানে বলা হচ্ছে যে ঈশা যোগ সেন্টারের প্রাঙ্গণে কিছু বিল্ডিং ইমারত নির্মাণের আইন লঙ্ঘন করেছে। এই তথ্য সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। আমরা আরও একবার পরিষ্কার ভাবে সবাইকে জানাতে চাই যে ঈশা যোগ সেন্টারে সমস্ত বিল্ডিং আইন সম্মত ভাবেই নির্মাণ করা হয়েছে এবং কোনও বিল্ডিং কোনও রকম আইন লঙ্ঘন করেনি।
আর্টিকেলটি পুরনো অভিযোগগুলির এক পুনঃস্থাপন মাত্র, যা বেশ কয়েকবার স্পষ্ট করে দেওয়া হয়েছে। সমস্ত প্রমাণ পাবলিক ডোমেনে রাখা হয়েছে এবং বিশদ বিবরণ ঈশা ওয়েব পেজেও প্রকাশিত হয়েছে।
ঈশার দেওয়া তথ্য প্রমানের উল্লেখ এই আর্টিকেলটির কোথাও দেখতে পাওয়া যায় না এবং তা প্রণোদিত গোষ্ঠীগুলোর দুষ্ট অভিপ্রায়ের এক ইঙ্গিত দেয়।
যাঁরা সত্যতা জানতে আগ্রহী তাঁদের জন্য, চেন্নাইয়ে অনুষ্ঠিত 59 তম “পার্বত্য এলাকা সংরক্ষণ কর্তৃপক্ষ” -এর সভার ‘ঈশা যোগ সেন্টার’ -এ বিল্ডিং নির্মাণের প্রযুক্তিগত অনুমোদন পাত্র এখানে দেওয়া হয়েছে।
আর্টিকেলটি যে "বিল্ট-আপ এলাকা" উল্লেখ করেছে তা হল যোগ প্রোগ্রাম নিবেদন করার জন্য ব্যবহৃত কিছু জায়গা, যা লক্ষ লক্ষ মানুষের শারীরিক এবং মানসিক সুস্থতা নিয়ে এসেছে। ঈশা যোগ সেন্টারে প্রতি বছর, প্রায় 100,000 মানুষ যোগ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। যাঁরা এই মিথ্যা ছড়াচ্ছে তাঁরা স্পষ্টতই ইঙ্গিত দেয় যে তাঁরা মানুষের এই কল্যাণ সম্পর্কে খুব কমই চিন্তা করে। এই স্থানগুলো নিছক কোনও বিল্ডিং নয়, বরং লক্ষ লক্ষ অন্বেষণকারীর জীবন রূপান্তরের জন্য এই স্থানগুলো গুরুত্বপূর্ণ সাধনী প্রদান করে।
সেই সমস্ত সংস্থা এবং ব্যক্তি যাঁরা ঈশা ফাউন্ডেশনের বিরুদ্ধে এই অপবাদ চালিয়েই চলেছেন, আমরা তাঁদের প্রচেষ্টা ও মনোযোগকে অন্যত্র দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনার এই প্রচেষ্টা ঈশা স্বেচ্ছাসেবকদের থামাতে বা নিরুৎসাহিত করতে পারবে না। আমরা আপনাকে আমাদের সাথে হাতে হাত লাগাতে এবং এমন এক আন্দোলনের অংশ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যা জাতি, বর্ণ, ধর্ম, শ্রেণী, স্থান, লিঙ্গ এবং গোষ্ঠী নির্বিশেষে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জন্য শারীরিক, মানসিক, পরিবেশ এবং আধ্যাত্মিক মঙ্গল নিয়ে আসছে।