গল্প: একসময় এক জেন্ গুরু ছিলেন যিনি বিশ্বের বহু জায়গায় ভ্ৰমণ করেছিলেন। একদিন তিনি হাঁটতে বেরোলেন আর এক নতুন শিষ্য এসে তাঁর সঙ্গ নিল।

হঠাৎ খুব জোর বৃষ্টি শুরু হলো। শিষ্যটি তৎক্ষণাৎ নিকটবর্তী একটি কলাগাছ থেকে একটি বিশাল পাতা ভেঙে তাঁর মাথার উপর ধরল। সে তার গুরু-কে জিজ্ঞাসা করলেন , "আপনি তো দুনিয়ার অনেক জায়গাতে গেছেন। কোন জায়গাটা গ্রীষ্মের সময় সবচেয়ে ভালো? কোন জায়গা বর্ষার জন্যে সবচেয়ে ভালো? শীতে যাবার জন্যে সেরা জায়গা কোনটা?"

গুরুমশাই বৃষ্টিতে হাঁটতে হাঁটতেই বললেন, "তুমি যদি সত্যিই সেরা জায়গায় থাকতে চাও তবে তোমাকে অবশ্যই সেই জায়গায় যেতে হবে যেখানে গ্রীষ্ম, বর্ষা বা শীত নেই!"

"আপনি কি সেখানে গেছেন?"

"হ্যাঁ!"

"আমাকে বলবেন কোথায় সেই জায়গা?"

"নিজে খুঁজে নিয়ে সেখানে যাও!" এই কথা বলে গুরুমশাই চলার ছন্দ না ভেঙে একইভাবে হেঁটে চললেন।

সদগুরু: একজন শিক্ষক তার ছাত্র-ছাত্রীদের শরীরে রক্ত সঞ্চালন সম্পর্কে প্রচন্ড উৎসাহ নিয়ে ব্যাখ্যা করছিলেন। তিনি তাদের আরও নিযুক্ত করতে চাইছিলেন তাই ক্লাসের একটি ছেলেকে একটি প্রশ্ন করলেন।

আপনি যখন শরীরের সীমাবদ্ধতা ছাড়িয়ে যান, তখন শীত বা গ্রীষ্মের কি প্রাসঙ্গিকতা থাকতে পারে?

"আমি যদি এখন মাথাটা নিচের দিকে করে খাড়া থাকি, তবে রক্ত আমার মাথায় ছুটে যাবে আর দেখবে যে আমার মুখ লাল হয়ে উঠবে। কিন্তু আমি যখন পায়ের ওপর দাঁড়াই তখন আমার পা লাল হয় না। কেন তা ব্যাখ্যা করতে পারবে?"

তিনি চোখের পলক ফেলতে পারার আগেই ছেলেটি জবাব দিল, "কারণ আপনার পায়ের ভেতরটা খালি নয়।"

এই শিষ্যটি যে তার জেন গুরু-কে প্রশ্ন করেছিল সে জীবনের ততটুকুই জানত যতটা এই স্কুলের ছাত্রটি জানতো মানবদেহের ব্যাপারে। গ্রীষ্মের সময় সবচেয়ে ভাল জায়গাটি কী? যে জায়গাটি ঠাণ্ডা সেটাকেই সেরা বলে মনে হবে। শীতকালে, সবচেয়ে বেশি রোদ পাওয়া যায় এমন কোনও জায়গাকেই ছুটি কাটানোর সেরা জায়গা বলে মনে হবে। এইসব প্রশ্ন থেকে শিষ্যের এই ধরনের মানসিকতাই প্রকাশ পাচ্ছে। কিন্তু, গুরু তাকে মনে করিয়ে দিচ্ছেন, "এই তোমার জীবন নয়।"

গুরু তাকে বলছিলেন, "তোমার জীবন হল সেই জায়গায় পৌঁছানো নিয়ে, যেখানে গ্রীষ্ম, বর্ষা বা শীত নেই।" তিনি যে যাত্রাটির কথা বলছেন সেটি ভৌগলিক মানচিত্রে খুঁজে পাওয়া যায় এমন কোনও জায়গা নয়। তিনি শুধু ইঙ্গিত করছেন যে এই যাত্রা হল শারীরিক সীমানা ছাড়িয়ে যাবার। আপনি যখন শরীরের সীমাবদ্ধতা ছাড়িয়ে যান, তখন শীত বা গ্রীষ্ম কোথায় থাকতে পারে?" শীত বা বাতাস কি আপনার অভ্যন্তরের গভীরে গিয়ে স্পর্শ করতে পারে? ঠান্ডা এবং গরম শুধু আপনার ত্বকের বাইরেটাকেই স্পর্শ করতে পারে। এটি শুধু কোন জায়গাটি ছুটি কাটানোর জন্যে সবচেয়ে উপযুক্ত হবে তা নিয়ে ভাবা নয় কারণ আপনি সেখানে গেলেও কেবল শরীরটাই স্বচ্ছন্দ হবে, কিন্তু আর সমস্ত কিছুর সাথে অস্বস্তি থেকেই যাবে। আপনি এই মুহূর্তে যেখানই থাকুন, আপনি নিজের অভ্যন্তরটিকে এমনভাবে তৈরি করতে পারেন যাতে বাহ্যিক পরিস্থিতি আপনাকে কোনওভাবেই স্পর্শ করতে না পারে। 

Editor’s Note: Click here to learn why the Zen master made tea for his lazy disciple!