বাবা-মা উভয়েই যদি পেশাদার হন, সেক্ষেত্রে সন্তানের জীবনে, বিশেষত তার শৈশবে একাকীত্বের অনুভূতি আসা অসম্ভব কিছু নয়। শৈশবেই একা হয়ে যাওয়ার অনুভূতি বড় হয়ে ওঠার পথে তাকে মানসিক ভাবে বিপর্যস্ত করে দিতে পারে। সন্তানকে পুষ্টি বা বাহ্যিক সুখের উপকরণ জোগান দেওয়ার পাশাপাশি তার মনোজগতের দিকেও সতর্ক দৃষ্টি দেওয়া প্রয়োজন। পেশাগত কারণে মা যদি নাও পারেন, কীভাবে সেই অভাব পূরণ করে একটি শিশুকে পরিপূর্ণ জীবন উপহার দেওয়া যায়, তার স্পষ্ট রূপরেখা তৈরি করে দিলেন সদগুরু #UnplugWithSadhguru
Subscribe