পান পাতা আমাদের সকলেরই ঘরোয়া এক নাম এবং খুবই পরিচিত একটি উপকরণ। বাড়িতে মা-বোন দিদা-দাদুর পান সুপুরি খাওয়া হোক,অথবা যেকোনও পুজোতে নৈবেদ্য হিসাবে অপরিহার্য অর্পণ হিসাবেই হোক, পান পাতা না থাকলে চলে না। কিন্তু আমাদের অধিকাংশই জানি না কেন পান পাতা পুজোয় এতো অত্যাবশ্যক উপকরণ? এবং এর কী কী উপকারিতা আছে? এই ভিডিওটিতে সদগুরু আমাদের সঙ্গে এই বহুমূল্যবান তথ্য সম্ভারই ভাগ করে নিচ্ছেন।
Subscribe