সমস্যা বলে জীবনে কিছু হয় না, বিভিন্ন পরিস্থিতি তৈরি হয় আমাদের জীবনে। কোনও একটি পরিস্থিতিকে কীভাবে সামলাবো যখন বুঝতে পারিনা, তখনই সেটা সমস্যা বলে মনে হয়। স্পষ্ট ভাষায় সদগুরু মনে করিয়ে দিচ্ছেন, যদি আপনি নিজের ভিতরে সমভাব, ভারসাম্য ও উচ্ছ্বাসের একটি নির্দিষ্ট স্তরে উঠতে পারেন, সেক্ষেত্রে যে পরিস্থিতিই আসুক না কেন, জীবন আপনার দিকে যাই কিছু ছুঁড়ুক না কেন, আপনি সেটাকে আপনার জন্য এক সুন্দর সম্ভাবনায় রূপান্তরিত পারবেন। জীবনকে খাটো করে দেখা ঠিক নয়, যে কোনও সময়, যে কোনও রকমের অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে আমাদের জীবনে। তাই পরিস্থিতিকে নিয়ন্ত্রণের চেষ্টা না করে, নিজেদের এমন ভাবে সাজিয়ে তোলা উচিত, যাতে, যাই ঘটুক না কেন, যে কোনও পরিস্থিতিই আসুক না কেন, আমরা যেন সমস্যায় জর্জরিত না হয়ে প্রতিটি পরিস্থিতিকেই একটি সুন্দর সম্ভাবনায় রূপান্তরিত করতে পারি।


