কেউ যদি জীবনে বিফল হয় আমরা অবশ্যই দুঃখ পাই, কিন্তু তারা যদি খুব সফল হয় তাহলে সব সময় খুশি হয় এটা বলা যায় না। অন্যদের সাফল্যে তাদের হিংসা করা সমাজে প্রায়ই দেখা যায়। অন্য কেউ সফল হলে তাকে হিংসা করা কি ঠিক? বন্ধু যদি সফল হয় তাতে হিংসা করা কি খারাপ?
Subscribe