ঘুমানোর সময় কেন আমাদের মাথা উত্তর দিকে রেখে শোওয়া উচিত নয়, তার সহজ বিশ্লেষণ করলেন সদগুরু। উত্তর মেরুর চুম্বক আকর্ষণ কীভাবে পৃথিবী পৃষ্ঠে প্রভাব বিস্তার করে আর তার ফলে আমাদের শরীরে কতখানি ও কী প্রভাব পরতে পারে, তার ব্যাখ্যা করে সদগুরু বললেন, ঘুমানোর সময় আমাদের কোন দিকে মাথা রাখা সবচেয়ে ভাল।
Subscribe