গাঁজা খাওয়া ভাল না খারাপ, ন্যায় না অন্যায় – প্রশ্নটা এভাবে নৈতিকতা বা সামাজিকতার সঙ্গে জড়িত নয়। মূল প্রশ্নটা মানবিক বিচক্ষণতার। মাদকদ্রব্যের ব্যবহার কি মানুষের জীবনকে উন্নততর করে ? জীবনের সম্ভাবনার নতুন নতুন ক্ষেত্রগুলিকে কি উন্মুক্ত করে ? বলাই বাহুল্য, উত্তরটা এক কথায় – না। কারণ, যে রাসায়নিকের ব্যবহার মানুষকে হতবুদ্ধি করে দেয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে ক্রমাগত নষ্ট করে দেয়, সেটা আর যাই হোক, মানবিক জীবনকে বিকশিত হতে সাহায্য করে না। নেশায় বুঁদ হয়ে থাকাটাই যদি উদ্দেশ্য হয়, বাইরে থেকে কোনও রাসাননিক না নিয়েও তা হওয়া যায়, এমন প্রক্রিয়াও আছে। কোনও রকম মাদকের ব্যবহার ছাড়াই, শুধুমাত্র চোখ বন্ধ করে বসে থেকে কীভাবে এমন নেশায় বুঁদ হয়ে থাকা যায় যে, পরমানন্দের অশ্রু অঝোরে ঝরে পরবে, সেই প্রক্রিয়াটি শুধু শিখে নেওয়া প্রয়োজন, স্পষ্ট পরামর্শ সদগুরুর।