বিবাহ কি সকলের জন্য জরুরী ? ব্যক্তি মানুষের জীবন ও সমাজে বিবাহ নামক এই প্রথাটির গুরুত্ব, প্রয়োজনীয়তা ও মর্যাদার ব্যাখ্যা করতে গিয়ে সদগুরু বললেন - সকলে করে বলেই বিয়ে করতে এমনটা না হওয়াই ভাল। কারণ বিবাহের অনিবার্য ফল স্বরূপ শিশুর মাধ্যমে একটি নতুন প্রাণ আসবেই, আর একটি শিশুর জন্ম মানেই, তার স্বাভাবিক বিকাশের জন্য বাবা-মা'র কাছে কম করে সেটি কুড়ি বছরের কর্মসূচী হয়ে দাঁড়ায়। এই সচেতন দায়বদ্ধতার পরিচয় দিতে উৎসাহী যারা, তাদেরই বিবাহের কথা ভাবা উচিত।
Subscribe