সদগুরু ভক্তিকে ব্যাখ্যা করেছেন নিজেকে একান্তে রাখার এক সহজ সুন্দর পথ হিসেবে, এবং উনি নিজেকে একজন ভক্ত হিসেবেই বর্ননা করেছেন। কোনও আচার অনুষ্ঠান, কোনও মন্দির বা চার্চ-এর প্রয়োজন নেই, শুধু এই বিশ্বসৃষ্টির মাঝে নিজের স্থানটি কোথায় সেই চেতনাটুকুই দরকার ভক্তির জন্য।
Subscribe