সদগুরু এই প্রশ্নের উত্তরে বলছেন যে যেহেতু জীবনের অনুভব উচ্ছ্বাসিত করে তোলে না, তাই জীবনের উদ্দেশ্য নিয়ে প্রশ্নগুলি উঠে । উনি জিজ্ঞাসা করছেন, “যদি তোমার এই বেঁচে থাকার উচ্ছ্বাসকে অনুভব করতে না পারো, তুমি উদ্দেশ্য আবিষ্কার করতে পারো; যদি এই অস্তিত্বের উচ্ছ্বাসকে উপলব্ধি করে নাও, এখানে থাকার পরমানন্দকে অনুভব করে নাও, তাহলে কে আর উদ্দেশ্যের পরোয়া করে?”