প্রশ্ন: নমস্কার সদগুরু। আমার এরকম মনে হয় যে আমি কিছুই ঠিকঠাক করে উঠতে পারি না এবং আমি বাকিদের জন্যে একটা বোঝা হয়ে আছি। এ ব্যাপারে আমি কি করতে পারি?

সদ‌গুরু: আপনি যা করতে চান তার উপর আপনাকে স্থিরভাবে মনোযোগ ধরে রাখতে হবে, এক মূহুর্তের জন্যও এটা সরানো চলবে না। প্রথমে এক ঘন্টার জন্য কোনকিছুর উপর মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, তারপরে পুরো একটা দিন। আপনি যদি আপনার মনোযোগ বজায় রাখেন এবং এর মধ্যে যথেষ্ট তীব্রতা থাকে - তবে মহাবিশ্বের প্রতিটি দরজা আপনার জন্য খুলে যাবে। চূড়ান্ত সম্ভাবনাটি আপনার কাছে বাস্তবে পরিণত হবে যদি আপনি কেবল এটিকেই চূড়ান্ত অগ্রাধিকার দেন। সমস্যাটা হল এখন আপনি অনেককিছুকে অগ্রাধিকার দিয়ে রেখেছেন। এর মানে এই নয় যে আপনাকে নিজের জীবনের সবকিছু ত্যাগ করতে হবে বা আপনাকে একটি নির্দিষ্ট কাজই করতে হবে। আপনি কি করছেন সেটা বড়ো কথা নয়। কিন্তু একটাই অগ্রাধিকার থাকতে হবে। আপনি যদি সেইভাবে চলতে পারেন, তবে আপনি অন্যের দায় কেন হবেন?

তামিলনাড়ুতে পুঙ্গাই মারাম (ইন্ডিয়ান বীচ) নামে খুবই মূল্যবান একটি গাছ রয়েছে। এতে খাওয়া যায় এমন কোন ফল হয় না। বা নিম গাছের মতো আপনি এর ডাল দিয়ে দাঁত মাজতেও পারবেন না। কিন্তু এটি অত্যন্ত মূল্যবান কারণ এটি নীরবে নিজের কাজটি করে যায়। কথিত আছে যে দক্ষিণ ভারতের গানগাওয়া পাখিরা এই গাছটিকে সবচেয়ে বেশি পছন্দ করে। বৈজ্ঞানিক দাবি রয়েছে যে কিছু নির্দিষ্ট গাছ অন্য গাছের চেয়ে বেশি অক্সিজেন উৎপন্ন করে এবং সেই কারণেই তারা নিজের দিকে বেশি জীবন আকর্ষণ করে। আমি সেসব কথায় যেতে চাই না, তবে আপনি যদি পুংগাই মারাম গাছের নীচে বসেন - আপনি যখন তার ছায়ায় বসেন তখন এটি যে শীতলতা প্রদান করে তা অন্য যেকোন গাছের চেয়ে অনেকটাই আলাদা। আমরা কারণের মধ্যে যেতে পারতাম, তবে বিশ্লেষণ করে আপনি কেবল ভৌত দিকগুলি জানতে পারবেন - আপনি এর সত্ত্বাকে জানতে পারবেন না।

জীবনের মূল্য এর উপযোগিতায় নয়

আমরা জীবনকে এর সৌন্দর্য, উচ্ছ্বাস এবং তীব্রতার জন্য মূল্য দিই, এর উপযোগিতার জন্য নয়। কাজেই কোনও মূল্যবান সম্পদ হওয়ার চেষ্টা করবেন না, নচেৎ কেউ আপনাকে কিনতে চাইতে পারে। কেবল নিজেকে ভেতর থেকে উচ্ছ্বসিত, আনন্দময় এবং সুন্দর রাখুন। ক্ষুধার্ত লোকেরা গাছে ফল খুঁজবে। আনন্দিত লোকেরা গাছে ফুল খুঁজবে। আমরা যখন আশ্রম শুরু করেছিলাম তখন পুরো জমিতে কেবল তিনটি গাছ ছিল। যখন স্বেচ্ছাসেবী এবং বাসিন্দারা এখানে গাছ লাগাতে একত্রিত হয়েছিলেন, সেখানে একটি অংশ ছিল যারা কেবলমাত্র ফলের গাছ এবং শাকসব্জী লাগাতে চেয়েছিলেন। তবে আমি ফুলের গাছ লাগানোর জন্য জোর দিয়েছিলাম।

ফুল হল অপ্রয়োজনীয় এবং খুবই নরম প্রকৃতির। তবে আপনারা যদি আশ্রমে আসেন, বিশেষত আপনারা যারা বড় শহরে থাকেন, যাদের প্রতিদিনই দুর্গন্ধ সহ্য করতে হয়, আপনারা অবশ্যই এই জায়গার সুগন্ধ উপভোগ করবেন, যা এইসমস্ত অপ্রয়োজনীয় ফুলের থেকেই আসছে। তাই মূল্যবান সম্পদ হওয়ার চেষ্টা করবেন না। কেবল জীবন হয়ে উঠুন - পরিপূর্ণ, সবরকম ভাবে। প্রত্যেকেই একটি পূর্ণাঙ্গ জীবনের কাছাকাছি থাকতে ভালোবাসে। আপনি যদি কোষ্ঠকাঠিন্যবদ্ধ জীবন হন, তাহলে দুর্গন্ধ ক্রমশ আপনার মাথায় উঠবে। বিশুদ্ধতা কোনও গুণ নয় - এটি আবর্জনার অনুপস্থিতি। আপনি যদি দুর্দান্ত মানুষ হয়ে উঠতে চান তবে আপনার সংযোজনের দরকার নেই - আপনার বিয়োগের প্রয়োজন। আপনি যদি কিছু জিনিস ঝেড়ে ফেলেন তাহলেই আপনি দুর্দান্ত মানুষ হয়ে উঠবেন।

একটি সম্পূর্ণ জীবন

আপনার কোনও সংযোজনের দরকার নেই কারণ এই জীবন নিজেই সম্পূর্ণ এবং এটি নিজেই সুন্দর। নিজের দিকে তাকিয়ে দেখুন - আপনার শরীর-তন্ত্র যেভাবে কাজ করে, তা করার জন্য আপনাকে অবশ্যই একটি সম্পূর্ণ জীবন হতে হবে। আপনি যদি এখন নিজেকে সম্পূর্ণ অনুভব না করেন, তাহলে আপনি নিজের মস্তিষ্ক কীভাবে ব্যবহার করতে হয় তা জানেন না। হয় আপনার এটিকে নিজের কল্যাণের জন্য ব্যবহার করা শিখতে হবে, অথবা আপনার এটিকে কিছুসময়ের জন্য সরিয়ে রাখা শিখতে হবে। নিজেকে বা অন্যদের সম্পদ বা দায় হিসেবে দেখবেন না। আমি জীবনকে এর উপযোগিতার জন্য নয় বরং এর মান এবং উচ্ছাসের জন্য মূল্য দিই।

গরুর গাড়ি টেনে বেড়ানো বলদ জঙ্গলের তর্জন- গর্জন করা পুরুষ হাতিকে দেখে ভাবে, "কী নিস্ফল জীবন।" এটাই ঘটে যখন আপনি ক্ষমতাহীন এবং কেবল জীবনের উপযোগিতার কথা ভাবেন। এই যে আপনি জন্মেছেন এবং একদিন মারা যাবেন - এর কি উপকারিতা? মানবজাতির কি উপযোগিতা? এই জীবনের উপযোগিতা কি? জীবনের কোন উপযোগিতা হয় না। কেবল আপনি যদি সঠিক মাত্রাটি ছুঁতে পারেন, জীবন হয়ে ওঠে অতীব সুন্দর।

Editor’s Note: Find more of Sadhguru’s insights in the ebook, “Life and Death in One Breath”. Purchase and download at Isha Downloads.

A version of this article was originally published in Isha Forest Flower, January 2017. Download as PDF on a “name your price, no minimum” basis or subscribe to the print version.