Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
আপনাকে কেউ যদি শুধু এই কারণে ভালবাসে যে আপনি তাঁদের নিজের, তাহলে সেটা আপনাকে তাঁদের সম্পত্তি হিসেবে দেখার মতো। আপনি যেমন সেভাবেই যদি আপনাকে কেউ ভালবাসে, তাহলে আপনি ভাগ্যবান।
বন-জঙ্গল, নদ-নদী ও পাহাড়-পর্বত হল আমাদের চেয়েও বৃহত্তর এক জীবন, নানাভাবে এগুলিই হল আমাদের জীবনের উৎস এবং পরিপোষক। এদের অক্ষুন্ন অবস্থায় রাখতে সমস্ত কাজেই আমাদের একটু সতর্ক থাকা প্রয়োজন।
মানুষ হওয়ার অর্থ হল, আপনার সংস্পর্শে আসা প্রত্যেকের প্রতি এবং প্রত্যেকটি জিনিসের প্রতি সচেতন ভাবে আপনি আপনার সেরাটুকু দেন।
যাঁর সাথেই আপনার সাক্ষাৎ হোক, এমনভাবে তাঁদের সাথে কথা বলুন যেন এটাই হয়তো আপনার শেষ সুযোগ। এটাই আপনার জীবনে আমূল রূপান্তর আনবে।
অন্যদের থেকে প্রত্যাশা করা মানে আপনি তাঁদের জীবনকে বেঁধে দেওয়ার চেষ্টা করছেন। আপনি নিজের জীবনের প্রতি নজর দিন – সেটাই হল স্বাধীনতা।
কোনও সম্পর্ক নয়, চাকরি নয় বা আপনার টাকা-পয়সাও নয়, বরং সুখানুভূতির সূচনা হয় আপনার অন্তর থেকেই।
আমাদের চিন্তাভাবনা নয়, আবেগ নয়, অহংবোধ নয়, আদর্শ বা বিশ্বাস-ব্যবস্থাও নয়, বরং জীবনের প্রতি সংবেদনশীল হতে হবে। কারণ জীবনই হল সর্বশ্রেষ্ঠ সম্পদ।
দ্বিধাবোধ থাকা ভাল – এর মানে আপনি সত্যের অন্বেষণ করছেন। সন্দেহ বাতিক হল অসুস্থতা।
জল কোনও পণ্য নয় বরং এ হল জীবন গড়ার এক উপাদান। আপনার শরীরের দুই-তৃতীয়াংশই জল; এই বাস্তবতার প্রতি সচেতন থাকা মানব অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যদি আপনি অনুপ্রেরণা চান, তাহলে বই পড়ুন। কিন্তু আপনি যদি সত্যিই আধ্যাত্মিক পথে হাঁটতে চান, তাহলে একমাত্র উপায় হল নিজের অন্তরের দিকে তাকানো।
এক একটি মানুষকে রূপান্তরিত না করলে, বিশ্বে কোনও প্রকৃত রূপান্তর ঘটবে না।
শৃঙ্খলা বা ডিসিপ্লিন বলতে নিয়ন্ত্রণ বোঝায় না। শৃঙ্খলা মানে হল পরিস্থিতি অনুসারে প্রয়োজনীয় কাজটি করার বোধ থাকা।