ঈশা যোগ সেন্টার দ্বারা কোনও ভূমি দখল বা হাতির করিডোরে অনুপ্রবেশ করা হয়নি: RTI-এর উত্তরে তামিলনাড়ু সরকারের প্রতিক্রিয়া

আরও পড়ুন

এমনকি যখন আদিযোগীর মূর্তি নির্মাণ প্রায় শেষের পথে ছিল আর ঈশা ফাউন্ডেশন ঘোষণা করে দিয়েছিল যে 2017 -এর মহাশিবরাত্রি উপলক্ষে প্রধান মন্ত্রীর দ্বারা মূর্তিটি উন্মোচন করা হবে, তখন কিছু প্রণোদিত গোষ্ঠী তাঁদের দুষ্ট স্বার্থসিদ্ধির জন্য নানান অপবাদ ও অভিযোগ একত্রিত করতে থাকে। এই অপবাদ তখন থেকেই গুজবের আগুনে ঘি ঢালছে। মিডিয়ার ট্রায়াল, টাকা দিয়ে প্রতিবাদ করানো, অর্থহীন আইনি মামলা, কালিমালিপ্ত করার জন্য হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড – আদিযোগীর মূর্তিকে কলঙ্কিত করার জন্য সম্ভাব্য সমস্ত প্রকার কৌশলের সাহায্য নেওয়া হয়েছে।

যাঁরা এই অভিযোগগুলির সত্যতা জানতে চান, তাঁদের জন্য আমরা এখানে প্রকৃত তথ্য উপস্থাপন করছি :

অভিযোগ 1 – আদিযোগী স্থাপন করতে ঈশা জঙ্গল ধ্বংস করেছে 

সত্যতা: আদিযোগী স্থাপনের জন্য যে জমিটি কেনা হয়েছিল যেহেতু সেটা বহু বছর ধরে ব্যক্তিগত মালিকানাধীন পাট্টা জমি ছিল, তাই এখানে বনভূমি জড়িত থাকার কোনও প্রশ্নই আসে না। কোয়েম্বত্তূরের রাজস্ব বিভাগীয় আধিকারীক এবং পুলিশ-অধীক্ষক, জমির রিপোর্ট তলব করে সেগুলো যাচাই করে দেখেন। আদিযোগী মূর্তি স্থাপনের জন্য জেলা বন বিভাগ আধিকারীক এবং জেলা কালেক্টর এমনকি একটা এন.ও.সি (NOC) জারি করেছিলেন ।

ঈশা কি জঙ্গল ধ্বংস করেছে? গুগল আর্থের প্রমান 

গুগল আর্থের ছবি থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে আদিযোগীর স্থানটি বনভূমি নয়। এটা স্পষ্ট যে আশেপাশের সমস্ত এলাকাগুলি ব্যক্তিগত মালিকানাধীন। এমনকি, 2006 সাল পর্যন্তও (স্যাটেলাইট চিত্রগুলি শুধু এই বছর থেকেই পাওয়া যায়) এগুলি ব্যক্তিগত জমি ছিল – বনাঞ্চল বা অরণ্য ভূমি নয়। দশকের পর দশক ধরে এই এলাকাগুলি ছিল বেড়া দেওয়া ব্যক্তিগত পাট্টা জমি।

এখানে 2006 থেকে তোলা কিছু ছবি দেওয়া হল:

গুগল আর্থ ছবি 2006

গুগল আর্থ ছবি 2012

গুগল আর্থ ছবি 2016

অভিযোগ 2 – আদিযোগী ছিল একটা বেআইনি নির্মাণ

সত্যতা : আদিযোগী কোনও রকম ইমারত বা অট্টালিকা নয়, এটা স্টিলের তৈরী 112-ফুটের একটি মূর্তি। এইভাবেই এটা স্থাপন করার জন্য জেলা কালেক্টর, কোয়েম্বত্তূর, জেলা বনবিভাগ আধিকারিক, কোয়েম্বত্তূর এবং বিএসএনএল কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল। নীচের টেবিলটি দেখুন।

সি.নং.

তারিখ

কর্তৃপক্ষ

রেফ. নং.

1

29-09-2016

জেলা কালেক্টর

Na.Ka.6901/2016/E2

2

15-11-2016

ডি.এফ.ও (বন বিভাগ)

Na.Ka.V1/5589/2016

3

13-10-2016

বি.এস.এন.এল

CB/PLG/AGM NWP-I/ GENL CORR/2016-17/1 DT @ CB-43 THE 13/06/2016

আদিযোগীর মূর্তির জন্য কি প্রয়োজনীয় সরকারি অনুমোদন রয়েছে?

112-ফুট আদিযোগী মূর্তির জন্য সরকার অনুমোদিত একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে একটি কাঠামোগত স্থিতিশীলতার শংসাপত্র গ্রহণ করা হয়েছে।

আদিযোগী মূর্তির জন্য জেলা কালেক্টরের অনুমোদন পত্র