শিব, আদিগুরু, আদিযোগী—এই নামগুলো কি সত্যিই কোনও মানুষের কথা বলে, নাকি অন্য কিছু ? সদগুরু জানাচ্ছেন যে “শি-ব” মানে হল – “যা নয়, সেটাই” - এমন একটি মাত্রা যা ভৌত প্রকৃতির নয়। আমাদের ইন্দ্রিয়ের উপলব্ধি বা বোধশক্তি শুধুমাত্র ভৌত বা physical কেই অনুভব করতে পারে। “যোগ” এমনই এক উপায় যার দ্বারা আমরা নিজেদের উপলব্ধি বা বোধশক্তিকে উন্নত করে ভৌতের ঊর্ধ্বে নিয়ে যেতে পারি।