রুদ্র মানে শিব, অক্ষ মানে চোখের জল। রুদ্রাক্ষ হলো শিবের চোখের জল। লোককথায় শোনা যায় যে, একবার শিব অনেক দিনের জন্য ধ্যানে বসেছিলেন। তাঁর পরমানন্দময় ভাবাবেশ এমনই ছিল যা তাঁকে একেবারে স্থির, অচল করে রেখেছিল। আপাতদৃষ্টিতে তিনি শ্বাসও নিচ্ছিলেন না, এবং সকলেই ভেবেছিলেন তিনি মারা গেছেন। জীবনের শুধু একটাই লক্ষণ ছিল - তাঁর দুচোখ থেকে গড়িয়ে পড়া আনন্দাশ্রু। এই অশ্রুই পৃথিবীর বুকে পড়ে রুদ্রাক্ষ, "শিবের অক্ষ" হয়ে ওঠে।