শিব – যিনি আদিযোগী – এই গানগুলি ডাউনলোড করুন
শিব বা আদিযোগীর জন্য সদগুরুর লেখা কবিতা থেকে অনুপ্রাণিত এই গানটির আক্ষরিক অর্থ হল “শিবকে বিশ্বাস করবেন না”।
সদগুরু শ্রীব্রহ্ম, একজন প্রকাণ্ড মাপের যোগী, যিনি প্রায় এক শতবর্ষ আগে এই ভুমিতে তাঁর পদধুলী রেখেছিলেন। তাঁর ভক্তির এই গভীর প্রকাশ আদিগুরুর প্রতি, তাঁর পূর্ণ-সমর্পণের অভিজ্ঞতাকে তুলে ধরে।
এই গানটি আপনাকে মহাশিবরাত্রির মেজাজ ও ভাবনায় নিয়ে যাবে। শুনতে থাকুন আর এই সুরের তালের সঙ্গে আন্দোলিত হয় উঠুন ।
ত্রিশক্তি। ত্রিগুণ। ত্রিদেব। একটি ত্রয়ী, উপরের স্তরে যেগুলি ভিন্ন মনে হয়, কিন্তু একটু গভীরে গেলে, আপনি দেখতে পাবেন যে তাঁরা সম্পূর্ণভাবে এক। এই ত্রয়ী এবং একতার মাঝের ব্যবধানটাকে জুড়ে দিলেই আপনি মহাদেবের সন্ধান পাবেন।
গুরু পাদুকা স্তোত্রম একটি অতি শক্তিশালী স্তব যা “গুরুর পাদুকাগুলিকে” মহিমান্বিত করে। প্রতীকের মাধ্যমে তা এইভাবে বর্ণনা করা হয় – “গুরুর পাদুকাগুলি হল সেই নৌকা যা জীবনের অন্তহীন মহাসাগরকে অতিক্রম করতে সাহায্য করে।” এই স্তবটি একজন মানুষকে গুরুর কৃপা গ্রহণ করতে সক্ষম করে তোলে।
আদিযোগী, যিনি প্রথম যোগী, তাঁর বাদ্যযন্ত্র হল ডমরু। এবং তিনিই হলেন আদি গুরু বা প্রথম গুরু। যৌগিক গল্পকথায় বলা হয় যে গুরু পূর্ণিমার দিনে তিনি তাঁর সাত শিষ্যকে যোগবিজ্ঞান প্রদান করার সিদ্ধান্ত নেন। সেই সাত জন শিষ্য আজ সপ্তর্ষি হিসেবে খ্যাত।
সাউন্ড্স অফ ঈশার মন্ত্র সংকলন থেকে শিব ষটকম্ হল আদি শঙ্করের একটি রচনা, যেটাকে ঈশার নিজস্ব সুরে গাওয়া হয়েছে। প্রথম বার এটিকে নিবেদিত করা হয়েছিল সদ্গুরুর সঙ্গে এক গুরু পূর্ণিমার সৎসঙ্গের সময়।
এই স্তবটির সম্বন্ধ শিবের শান্ত রূপগুলীর সাথে । তার উদ্দাম এবং উন্মত্ত রূপগুলির তুলনায়, শম্ভো হল শিবের এক সুন্দর ও প্রশান্ত রূপ। এটি আপনার নিজেকে খুলে ধরার এবং সীমাবদ্ধতাগুলীকে ভঙ্গ করার চাবিকাঠি হয়ে উঠতে পারে।
দক্ষিণায়ণ উপলক্ষে এটি সাউন্ড্স অফ ঈশার এক নিবেদন – সেই ঐতিহাসিক সময়ের প্রতি, যখন আদিযোগী আদি গুরু বা প্রথম গুরু হয়ে তাঁর সাতজন শিষ্যকে যোগ জ্ঞান প্রেরণ করবার সিদ্ধান্ত বেঁছে নিয়েছিলেন।