শিবের ভক্তবৃন্দ

শিবের ভক্তরা কোনও দিনই সেই তথাকথিত নরম প্রকৃতির, নরম গোছের ছিলেন না। এখানে সদগুরু কিছু সুপরিচিত ও প্রসিদ্ধ শিবভক্তদের জীবনের কিছু ঘটনা বর্ণনা করছেন এবং সাথে থাকছে কবিতার ছন্দে তাঁর শিবের প্রতি ভক্তির কিছু প্রকাশ।