FILTERS:
SORT BY:
জীবনের সার্থকতা কোনও গন্তব্যে পৌঁছানোয় নেই। বরং রয়েছে এর প্রক্রিয়ায় – এই মুহূর্তে নিজের ভেতরে আপনি জীবনকে কীভাবে অনুভব করছেন, সেটাই আসল।
আপনার স্বপ্নগুলো যেন সত্যি না হয়, আপনার আশাগুলো যেন পূরণ না হয়—কারণ সেগুলো আপনার জানাটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে। সেই সমস্ত সম্ভাবনা খুঁজুন যার আভাস এখনও পাওয়া যায়নি।
আজ থেকে আর অনিচ্ছায় পা টেনে টেনে চলবেন না। জীবনের পথে নেচে-নেচে এগিয়ে চলুন – সে আপনি যা-ই করুন বা যা-ই ঘটুক না কেন।
যা কিছু দিয়ে আমাদের জীবন তৈরি – মাটি, প্রাণিকুল, বাতাস, জল এবং মানুষজন – সেই সবকিছুকে উদ্যাপন করার নামই সংক্রান্তি। আনন্দে মেতে উঠুন!
যখন কোনও নতুন পরিস্থিতি তৈরি হয়, তখন তাঁদেরও আপন করে নিন, যাঁদের আপনার পছন্দ নয়। আপনার মধ্যে যত কম বাধা থাকবে, আপনি ততই কর্মতৎপর এবং সক্রিয় হয়ে উঠবেন।
যখন আপনি আনন্দে থাকেন তখন আপনি কারও সঙ্গেই দ্বন্দ্বে জড়ান না, এবং তখনই আপনি সবচেয়ে চমৎকার কাজগুলো করেন।
Love does not give you sense. It just gives you the right intent.
বিগত বছরের সমস্ত বোঝা ঝেড়ে ফেলে, নতুন উদ্যম ও সজীবতায় জেগে ওঠার সময় এখনই।
‘প্রাচুর্য’ মানে অফুরন্ত জামাকাপড়, গাড়ি-বাড়ি থাকা নয়। সত্যিকারের প্রাচুর্য হল আপনি কতটা হাসিখুশিতে থাকেন, কতটা প্রেমময় ও পরমানন্দে থাকেন।
শ্বাস-প্রশ্বাস এবং হৃদস্পন্দন শরীরের জন্য অপরিহার্য। আর ধ্যানমগ্ন হওয়া মানবসত্তার জন্য অপরিহার্য।
‘যোগ’ শব্দের অর্থ মিলন। যোগ মানে সর্বোচ্চ শক্তিলাভও বটে। আপনি যখন সবকিছুর সঙ্গে একাত্মতা অনুভব করেন, সেটা এক বিরাট সশক্তিকরণ।
In creating focused, competent, and inspired Youth, India will become the greatest Miracle the world has ever seen.