Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
দেওয়ার মধ্যেই রয়েছে তৃপ্তি।
আপনার জীবনের অভিজ্ঞতা কতটা গভীর, এবং আপনার করা কাজ ঠিক কতটা প্রভাব ফেলে – জীবনে কেবল এটুকুই গুরুত্বপূর্ণ।
‘সততা’ একগুচ্ছ মূল্যবোধ বা নীতিতত্ত্ব নয়। আপনি ঠিক কেমন, কীভাবে আপনি চিন্তা করেন এবং কীভাবে আপনি কাজ করেন – সততা হল এই তিনের মধ্যেকার সঙ্গতি।
তুলনার ভিত্তিতে যে উপলব্ধি ঘটে, তা কখনওই নিখুঁত নয় – এটা সত্যের এক বিকৃত রূপ।
যিনি নিজের মধ্যে সর্বদা বিশ্রামের অবস্থায় থাকেন তিনি অফুরন্ত কাজ করতে সক্ষম।
আপনার টাকা-পয়সা, সম্পর্ক বা পরিবারকে ইন্সুরেন্স বা বীমা ভাববেন না যেন। একমাত্র সত্যিকারের বীমা হল সর্ব স্তরে নিজেকে সুস্থ রাখার উপায়টা জানা। সেটাই হল যোগ।
যদি মনে করেন সবাই আপনার ক্ষতি করতে চায়, তাহলে আপনি সংকীর্ণ হয়ে যাবেন। বিশ্বাস খুবই জরুরি।
আপনি যদি সত্যিই সচেতন হন, তাহলে আপনি শুধু একটি জায়গাতেই থাকতে পারেন: এই বর্তমানে।
অজ্ঞতা ততক্ষণই পরম আনন্দের হয় যতক্ষণ না বাস্তবতা আপনাকে আঘাত করছে।
আপনার নিজের মনই দিনে হাজার বার ভেতর থেকে আপনাকে আঘাত করতে পারে। এটা দুঃখ তৈরির একটা যন্ত্র হতে পারে অথবা একটা অলৌকিক কিছু – পছন্দটা আপনার।
প্রথম যে পদক্ষেপটা আপনাকে নিতে হবে তা হল এটা স্বীকার করা, যে জীবনে যাই ঘটুক না কেন, আপনার জীবন আপনারই দায়িত্ব।
আজ পর্যন্ত এই গ্রহে যা কিছু ঘটেছে, আপনার শরীর এখনও তা মনে রেখেছে – কারণ আপনার শরীর এই গ্রহেরই একটি অংশ মাত্র।