Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
আপনার সন্তান যাতে ভালোভাবে বড় হয় তার জন্য আপনাকে খুব বেশি স্মার্ট হতে হবে না। আপনাকে শুধু হাসিখুশি, স্নেহময় এবং স্পষ্টবাদী হতে হবে।
জীবনের সঙ্গে সংযুক্ত না হলে তবেই একঘেয়েমি বা বোরডাম আসে। নিজের চিন্তা ভাবনা ও আবেগেই আপনি হারিয়ে যান।
নিয়ন্ত্রণ মানে কোনও কিছুকে নির্দিষ্ট পরিসীমার মধ্যে আবদ্ধ করা। আপনার মনকে নিয়ন্ত্রণ করবেন না – একে মুক্ত করে দিন।
আপনাকে বাকি সবার তুলনায় ভালো হতে হবে না, কিন্তু আপনি যেন অবশ্যই নিজের সেরা অবস্থায় থাকেন।
আপনার জীবনে যত বড় সংকটই আসুক না কেন, নিজেকে যেন কোনওরকম সংকটের উৎস না করে তোলেন।
প্রকৃত অনুকম্পা বা কম্প্যাশন কোনও কিছু দেওয়া-নেওয়ার বিষয় নয়। এর অর্থ হল ঠিক সেটাই করা যেটা প্রয়োজন।
অন্যদের কী করা উচিত তা নিয়ে একবার যখন আপনার মধ্যে আর কোনও প্রত্যাশা থাকে না, তখনই আপনার সম্পর্ক সার্থকতা পায়।
নিজের জন্য কোনওরকম মায়ামমতা বা মনোযোগের প্রয়োজন বোধ না করে, প্রত্যেকের প্রতি স্নেহময় হতে পারা – সেটাই হল মুক্তি।