Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
প্রাণোচ্ছাসের সাথে জীবনযাপন করা কেবল তখনই সম্ভব যখন আপনি জীবনের অনিশ্চয়তাগুলোতেও তালে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারেন।
যদি আপনি মনে করেন আপনি বিশাল, আপনি ছোট হয়ে যান। আর যদি বুঝতে পারেন যে আপনি কিছুই নন, তখন আপনি অসীম হয়ে ওঠেন। আর এটাই হল মানুষ হওয়ার সৌন্দর্য।
জীবন হল চেতনার বিষয় – কোনও উদ্বেগ নয়, আসক্তি নয়, বা কোনও দ্বন্দ্বও নয়। আগামী মাসগুলোতে মানুষ যেন নিজের অস্তিত্বের গভীরতাকে উপলব্ধি করে, যা স্বাভাবিকভাবেই এক প্রাণোচ্ছল এবং আনন্দময় জীবন গড়ে তুলবে।ভালোবাসা ও আশীর্বাদ রইল
আপনি কী করবেন, তা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করে, কিন্তু আপনাকে তা সচেতনভাবে করতে হবে। মানুষ হওয়ার অর্থ হল সেটাই।
নীতিবোধ বা ন্যায়পরায়ণতা কোনও সদগুণ নয়। সমস্ত জীবকে আপন করে নেওয়াই হল সর্বশ্রেষ্ঠ গুণ।
অন্য কোনও চমৎকার মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হবেন না। বরং নিজেই সেই চমৎকার মানুষটি হয়ে উঠুন, যেমনটা আপনি অন্যদের কাছ থেকে আশা করেন।
অতীত এবং ভবিষ্যৎ কেবল আপনার স্মৃতি আর আপনার কল্পনায় বাস করে। একমাত্র যে জিনিসটা আপনি অনুভব করেন সেটা হল এই বর্তমান মুহূর্তটি।
আধ্যাত্মিক প্রক্রিয়ার মানে এই নয় যে আপনাকে জীবন থেকে বিচ্ছিন্ন হতে হবে। এ হল জীবনের সাথে এক অবিচ্ছেদ্য প্রেমের সম্পর্ক।
ঠিক এই মুহূর্তে আপনি যেমন তা নিয়েই যদি সন্তুষ্ট থাকেন, তাহলে প্রচেষ্টা করলে কতদূর যেতে পারেন সে সম্পর্কে আপনি সচেতন নন।
আত্মজ্ঞানলাভ নীরবে ঘটে, ঠিক একটা ফুল ফোটার মতো।
চটপটে বা স্মার্ট হওয়া সামাজিকভাবে মূল্যবান। কিন্তু বুদ্ধিমত্তা হল প্রাকৃতিক গুণ।
আপনার পরিবার, সন্তান, সমাজ এবং আপনার চারপাশের জগতের জন্য সবথেকে সেরা যে কাজটি আপনি করতে পারেন তা হল নিজেকে উন্নত করা।