আধ্যাত্মিকতার পথে ব্রহ্মচর্যের তাৎপর্য কি? সদগুরু ব্যাখ্যা করছেন, যা এক সময় এক গভীর উপলব্ধি থেকে এসেছিল তার শুধুমাত্র বাহ্যিক প্রকাশটুকুই হল এই ব্রহ্মচর্য। তিনি ব্রহ্মচর্যকে বর্ণনা করেছেন নিজেকে সুসংগঠিত করার এক উপায় হিসেবে, যাতে একজন স্বভাবতাড়িত মানুষ থেকে একজন সচেতন মানুষ হয়ে ওঠার সাধনায় আপনার যা কিছু প্রযোজন সে সব যেন আপনি আপনার মধ্যেই খুঁজে পান।
Related Tags