প্রকৃত গুরুর সন্ধান কী করে পাওয়া যায়, জনৈক শিষ্যের এই প্রশ্নের উত্তরে সদগুরু বললেন – গুরুকে কখনও খুঁজে বার করা সম্ভব নয়। গুরু পার্থিব জীবনের কোনও বন্ধু নন। যার কাছে গিয়ে আপনার অহং তুষ্ট হয়, আপনার আরাম বোধ হয়, তিনি ভাল গুরু নন আপনার। “আমি জানি না” – এই বোধের দ্বারা চালিত হয়ে নিজের ভিতরে মুক্তির ইচ্ছা প্রবল হলে, গুরু স্বাভাবিক নিয়মেই হাজির হন আপনার জীবনে। যার কাছে আপনার অহং চুপসে যায়, অস্বাচ্ছন্দ্য বোধের জন্য যার কাছ থেকে আপনি পালিয়ে যেতে চান, আবার একইসঙ্গে, প্রতিনিয়ত যার সঙ্গেই থেকে যেতে চান, তিনিই আপনার প্রকৃত গুরু।