আধ্যাত্মিক বিকাশের সময়

দক্ষিনায়ণ এবং উত্তরায়ণের র্মধ্যবর্তী সময়টি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা আধ্যাত্মিক পথে রয়েছেন তাঁদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সময়কালটি সাধনাপদ নামে পরিচিত - এমন এক সময় যখন অপার কৃপাগ্রহণ সম্ভব হয় । যোগ পরম্পরায়, বিশেষ করে উত্তর গোলার্ধে, এই সময়কালকে সাধনার জন্য খুবই সহায়ক বলে গণ্য করা হয় আর এ সময়ে আধ্যাত্মিক হয়ে ওঠা একটি খুব স্বাভাবিক প্রক্রিয়া হয়ে দাঁড়ায়। এই সময়েই সাধনা তার সেরা ফল দেয়।

এক অনায়াস রূপান্তরের সময়

Sadhanapada - Rising Through Sadhana

 

জগতে সম্পূর্ণরূপে সক্রিয় হওয়ার জন্য একজনের যা যা দরকার তার মধ্যে সব থেকে জরুরি হল ভারসাম্য আর স্বচ্ছ্ব দৃষ্টি । একটি ভারসাম্যময় সুস্থীর জীবন যাপন করার জন্য একজনের বহির্জগতের কার্যকলাপই শুধু যথেষ্ট নয়,তার অন্তরে কি হচ্ছে তাও গুরুত্বপূর্ণ। সাধনাপদ এমন একটি সময় যখন প্রত্যেকের মন ও আবেগকে স্থিতিশীল করার সম্ভাবনা থাকে। জীবনের যে কোনো পরিস্থিতিতে সহায়ক হয়ে উঠবে, এমন এক দৃঢ় ভিত প্রতিষ্ঠা করার সম্ভাবনা হল সাধনাপদ।

কঠোর সাধনার সময়

Sadhanapada - Rising Through Sadhana

 

২০১৮ সালে প্রথমবার সদগুরু মানুষের কাছে সাধনাপদের সময়টিতে ঈশা যোগ কেন্দ্রের পবিত্র পরিবেশে কাটানোর সম্ভাবনা প্রদান করেন। ২১টি দেশের ২০০-ও বেশি অংশগ্রহণকারী তাদের একাগ্র চেষ্টায় অভ্যন্তরীণ রূপান্তরের এই সুযোগটি গ্রহণ করেন ।

Sadhanapada - Rising Through Sadhana

 

এই কার্যক্রমের অধীনে, অংশগ্রহণকারীরা কঠোর সাধনার অভিজ্ঞতা লাভ করেন, যার মধ্যে থাকে প্রতিদিনের যোগ অনুশীলন এবং সেবা । মহাশিবরাত্রিতে কার্যক্রম সমাপ্ত হওয়া পর্যন্ত অংশগ্রহণকারীদের সফর আমরা অনুসরণ করবো আর তাঁদের অভিজ্ঞতা ও রূপান্তরকে গভীরভাবে জানবো ।