Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
যত বেশি আপনি বিশেষ হওয়ার চেষ্টা করবেন, তত বেশি আপনি আঘাত পাবেন। শুধুই উপস্থিত থাকুন, বিগলিত হয়ে এই পৃথিবী ও বাতাসের অংশ হয়ে উঠুন, আশেপাশের সবকিছুর অংশ হয়ে উঠুন, এই সৃষ্টি যেমনটা চায়।
যদি বাধ্যকারী প্রবৃত্তির বসে প্রতিক্রিয়া দেন তাহলে বাহ্যিক পরিস্থিতিই নির্ধারণ করে দেবে আপনি এই মুহূর্তে কেমন থাকবেন। কিন্তু আপনি যদি সচেতনভাবে সাড়া দেন, তাহলে আপনার কল্যাণ সম্পূর্ণভাবে আপনারই হাতে থাকে।
জীবনটা খুবই ছোট – আপনার কাছে যা সত্যিই গুরুত্বপূর্ণ কেবল সেই কাজগুলো করার মাধ্যমেই আপনি আপনার জীবনকে সার্থক করে তুলতে পারবেন।
ভয়, রাগ এবং ঘৃণা – এই সবকিছুই মূলত জীবন সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গির অভাব থেকেই জন্ম নেয়।
একজন মানুষ যিনি আনন্দময়, দায়িত্বশীল এবং যাঁর সামান্য একটু বোধ রয়েছে, তিনি প্রতিকূল পরিস্থিতিগুলোকে অনেক অনায়াসে মোকাবিলা করেন তাঁদের তুলনায় যাঁরা সব বিষয়েই খুব বেশি গুরুগম্ভীর।
আজকের দিনটা হল আরও গ্রহণশীল হওয়ার, কৃপা অর্জন করা, আত্মজ্ঞানলাভ ও পরম মুক্তির দিন। আপনি যেন সর্বোচ্চ লক্ষ্যকে ছোঁয়ার অনুপ্রেরণা পান।
যদি অন্য কারও কষ্ট আপনাকে একটুও ব্যথিত না করে, তার মানে আপনি আপনার মনুষ্যত্ব বিসর্জন দিয়েছেন।
পৃথিবীকে আমাদের পরিকল্পনামাফিক গড়ে তোলার আগে সবথেকে গুরুত্বপূর্ণ কারিগরি যা ঘটা দরকার তা হল আপনি নিজেকে নিজের পরিকল্পনামাফিক গড়ে তোলেন।
জীবনটাকে আপনি যদি একটু খেলাচ্ছলে বাঁচেন, তাহলে প্রতিটি মুহূর্তই হল এক উৎসব।
একজন মানুষ হিসেবে আপনার গঠন এখনও সম্পূর্ণ হয়ে যায়নি, প্রক্রিয়াটি এখনও অব্যাহত, একটি চলমান প্রক্রিয়া। কোনও কিছুই বাঁধা-ধরা নয় – আপনি যেভাবে চান, সেভাবেই নিজেকে তৈরি করতে পারেন।
আপনার যা কিছুই আছে – আপনার দক্ষতা, আপনার ভালোবাসা, আপনার আনন্দ, আপনার সৃজনশীলতা, আপনার বিভিন্ন কাজ করার সামর্থ্য – দয়া করে এখনই তা প্রকাশ করুন। পরবর্তী জীবনকালের জন্য সেগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন না।
যখন আপনি শিশু ছিলেন, তখন আপনি আনন্দে ফেটে পড়তেন। আপনাকে বিষণ্ণ করার জন্য তখন কাউকে কিছু একটা করতে হত। কিন্তু আজ, আপনাকে খুশি করতে কাউকে কিছু একটা করতে হয়। এখন সময় এসেছে মনের বিভ্রান্তি থেকে জীবনের প্রাণোচ্ছ্বাসে ফিরে যাওয়ার।