Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
জীবনের একটা শক্তিশালী মাত্রা হল ‘নারী প্রকৃতি’। ‘শক্তি’ অর্থাৎ নারী শক্তি ছাড়া এই সৃষ্টিতে কোনও কিছুরই অস্তিত্ব থাকতো না।
নবরাত্রি শুরু করার সর্বশ্রেষ্ঠ উপায় হল উৎসব উদযাপনের মেজাজে থাকা। এটাই জীবনের গোপন রহস্য – গুরুগম্ভীর না হয়েও সম্পূর্ণভাবে সংযুক্ত থাকা।
মাটিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকেও আকাশকে ছুঁতে পারা – এটাই হল আধ্যাত্মিক প্রক্রিয়ার মূল সার।
আপনি যেখানেই যেতে চান না কেন, কখনওই আপনার লক্ষ্য থেকে মনোযোগ সরাবেন না – সেটা সহজ হোক বা কঠিন।
মানুষ হওয়ার অর্থ হল তথাকথিত প্রাকৃতিক নিয়মগুলোকে অতিক্রম করার এবং নিজেদের চেয়েও বড় কিছুকে সম্ভব করে তোলার সামর্থ্য থাকা।
পূর্বপুরুষরা যেন আপনার বিকাশের পথে একটা সিঁড়ি হয়ে ওঠে, কোনও ফাঁদ নয়। মহালয়া অমাবস্যা আপনার জন্য সেই সম্ভাবনাটাই তৈরি করে।
কখনও কারও সম্পর্কে পূর্বধারণা তৈরি করবেন না। তাঁরা এই মুহূর্তে ঠিক কেমন, শুধু সেটাই গুরুত্বপূর্ণ।
কর্ম ভালোও নয়, খারাপও নয়। এটা সেই আঠা যা আপনাকে এই শরীরের সঙ্গে আটকে রাখে। যে মুহূর্তে আপনি আপনার সমস্ত কর্ম ধুয়ে ফেলবেন, সেই মুহূর্তেই আপনি বিদায় নেবেন।
আলোকপ্রাপ্তি বা আত্মজ্ঞান লাভের সঙ্গে আলোর কোনও সম্পর্ক নেই – এ হল আলো ও অন্ধকারের ঊর্ধ্বের এক দর্শন।
আপনার পছন্দ হোক বা না-ই হোক, জীবন আপনাকে সব রকমের সার্কাস, জাগলিং আর কসরত করাবে। যদি প্রস্তুত থাকেন, তাহলে এই সবকিছুই আপনি সানন্দে করতে পারবেন।
বাজার হোক বা জঙ্গল, এর কোনওটাই সুখ আর শান্তির উৎস নয়। এগুলো কেবল আপনার ভেতর থেকেই আসে।
আপনার সন্তান যাতে ভালোভাবে বড় হয় তার জন্য আপনাকে খুব বেশি স্মার্ট হতে হবে না। আপনাকে শুধু হাসিখুশি, স্নেহময় এবং স্পষ্টবাদী হতে হবে।