Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
আপনি কেবল ততটুকুই জানেন যতটুকু আপনি উপলব্ধি করতে পারেন – বাকি সবকিছুই হল কল্পনা। যোগ হল এক বিজ্ঞান যার মাধ্যমে আপনি আপনার উপলব্ধিকে আরও গভীর করে তুলতে পারেন।
একবার যখন আপনি নিজের মরণশীলতা সম্পর্কে প্রতি নিয়ত সজাগ হয়ে ওঠেন, আপনার আধ্যাত্মিক অন্বেষণ তখন অবিচল হয়ে ওঠে।
অন্যরা কেবল পরিস্থিতি তৈরি করতে পারেন। হয় তাঁরা কিছু বলবেন বা কিছু করবেন, কিন্তু আপনি তা নিয়ে কষ্ট পাবেন কি না সেটা আপনি নিজে বেছে নেন।
সাহসীরা বোকা বোকা কাজ করেন। ভীতুরা সামান্য কিছু করেন। ভীতিহীন মানুষেরা জীবন ঠিক যেমন তাকে ঠিক তেমনভাবেই দেখেন এবং সেটাই করেন যেটা প্রয়োজন।
অতীতকে যদি আপনি নিজের মধ্যে জীবিত রাখেন তবে বর্তমানের কাছে আপনি মৃত হয়ে যাবেন।
সম্পদকে কল্যাণে পরিণত করতে হলে, আপনার মধ্যে একটি আধ্যাত্মিক উপাদান থাকা প্রয়োজন। সেটা ছাড়া, আপনার সাফল্য আপনারই বিরুদ্ধে কাজ করতে পারে।
আত্মজ্ঞানী হওয়ার আকাঙ্ক্ষা রাখবেন না। আকাঙ্ক্ষা হওয়া উচিত যত দ্রুত সম্ভব আপনার বর্তমান সীমাবদ্ধতাগুলোর ঊর্ধ্বে বেড়ে ওঠার।
জীবনে যখন কোনও কিছু ঠিকভাবে চলে না, তখনই বোঝা যায় আসলে আপনি কে। সবকিছু ঠিকভাবে চললে, সবাই চমৎকার হওয়ার ভান করতে পারেন।
এই পৃথিবীর মতন, এই গাছটির মতন হয়ে উঠুন – শুধুই প্রাণ। আপনি যদি শুধুই প্রাণ হন, আপনার মানবিক চেতনা স্বাভাবিকভাবেই অভিব্যক্তি খুঁজে পাবে।
আপনার অন্নেষণ যথেষ্ট তীব্র হয়ে উঠলে, আত্মজ্ঞানলাভ তখন খুব দূরে নেই, কারণ আখেরে আপনি যা খুঁজছেন তা আপনার অন্তরেই রয়েছে।
একজন অঙ্গীকারবদ্ধ মানুষের কাছে ব্যর্থতা বলে কোনও কিছু হয় না — চলার পথে থাকে শুধুই শিক্ষা।
মূলত, একমাত্র যে জিনিসটি আপনি দিতে পারেন তা হল নিজেকে।