Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
পূর্ণতা পাওয়ার জন্য আপনাকে কিছু করতে হবে না, কিছু ভাবতে হবে না বা কিছু অনুভবও করতে হবে না। একটি জীবন হিসেবে আপনি স্বয়ং সম্পূর্ণ।
একজন মানুষ হিসেবে, এটা ভাববেন না যে জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে। বরং ভাবুন আপনি এটাকে কোথায় নিয়ে যেতে চান।
বুদ্ধির তীক্ষ্ণতা অন্যের তুলনায় নিজেকে চালাক প্রমাণিত করার বিষয় নয়। এর অর্থ হল জীবনকে তার নিজ স্বরূপে দেখা।
আপনার চিন্তাভাবনা এবং আবেগগুলো আপনারই সৃষ্টি। আর এগুলোর প্রতি আপনার আসক্তি ও বন্ধন এগুলোও আপনিই তৈরি করেছেন।
সমস্ত সীমাবদ্ধতার ঊর্দ্ধে যাওয়ার আকাঙ্খা কেবল তখনই শক্তিশালী হয়ে ওঠে যখন আপনি আপনার মরণশীল প্রকৃতির মুখোমুখি হন। নাহলে আধ্যাত্মিক প্রক্রিয়া শুধুই একটা বিনোদন মাত্র।
গণেশ বা গণপতি, শুধু যে এক বুদ্ধিদীপ্ত মস্তিষ্ক তাই নয় তিনি বাধা বিঘ্নও দূর করেন। সর্বোপরি নিশ্চিত করুন আপনি নিজেই যেন নিজের জীবনে বাধা না হয়ে ওঠেন।
আপনার সর্বোচ্চ সম্ভাবনা অর্জন করে ফেলা বলে এরকম কিছু হয় না। একজন মানুষ হিসেবে আপনি হলেন এক সীমাহীন সম্ভাবনা।
যদি চান যে সবাই আপনাকে ভালবাসুক, তাহলে সর্বপ্রথম আপনি যেন সবাইকে ভালবাসেন।
আপনার মতামতগুলো হল এক একটা প্রাচীর – শুধু অন্যদের জন্যই নয়, বরং আপনার নিজের জন্যও। মন আবদ্ধ থাকা মানে এর কোনও সম্ভাবনা নেই।
দুই ধরনের মানুষ আছেন: একরকম মানুষ যাঁরা জিনিসগুলো ঘটান, আর আরেকরকম মানুষ যাঁরা কোনও কিছু ভালোভাবে ঘটলে উপভোগ করেন, আর ভালো না হলে অভিযোগ করে।
যখন আপনি অভ্যাসবশত কোনও কাজ করেন, তখন সেটা আরও সহজ মনে হয়। কিন্তু সচেতনভাবে কাজ না করলে, কোনও উন্নতি সম্ভব না।
প্রতিদিন আপনি যদি একটি করে সীমাবদ্ধতা ভাঙেন, তাহলে আপনার যতই সীমাবদ্ধতা থাকুক না কেন, একদিন আপনি মুক্ত হয়ে যাবেন।