Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
জীবিতদের প্রতি আমাদের যেমন কর্তব্য আছে, তেমনই মৃতদের প্রতিও আমাদের কর্তব্য রয়েছে। মৃত্যুর পর কিছুটা সময় পর্যন্ত আমরা মৃতকে প্রভাবিত করতে পারি।
নিজের অন্তরে আপনি ঠিক যেমন থাকেন, শেষ পর্যন্ত জগতে আপনার সেই প্রকৃতিটাই ফুটে ওঠে।
যাঁরা নিজেদের জীবনটাকে নরক বানিয়ে ফেলেছেন তাঁরাই স্বর্গে যেতে চান। যাঁরা নিজেদের জীবনটাকে স্বর্গে পরিণত করেছেন, তাঁরা যেখানেই যান না কেন, তাঁরা ঠিকই থাকেন।
আপনি যদি আপনার প্রতিক্রিয়াশীল জীবনকে সচেতনভাবে সাড়া দেওয়ার এক প্রক্রিয়ায় পরিবর্তন করেন, তাহলে আপনার জীবনের গুণমান ও অভিজ্ঞতা পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে থাকবে। এটাই হল আত্মজ্ঞানলাভ।
ধ্যান হল একটা গুণ, কোনও কাজ নয়।
জীবন ব্যবহার বা উপযোগিতার বিষয় নয়। জীবন নিজের স্বরূপেই অত্যন্ত চমৎকার।
আপনি কত টাকা রোজগার করেন তা শুধু ঠিক করে দেয় যে আপনি কতটা আরামে থাকবেন, সেটা কখনওই আপনার জীবনের গুণগত মান নির্ধারণ করে না।
সৃষ্টির মূল উৎস আপনার অন্তরেই রয়েছে। আপনাকে শুধু এর সাথে প্রয়োজনীয় সংযোগটি গড়ে তোলার চেষ্টা করতে হবে।
আপনার মনের স্তরে কী করে স্বচ্ছতা আনতে হয় তা যদি আপনি জানেন, দেখবেন সমগ্র অস্তিত্বই আপনার কাছে উন্মুক্ত।
জীবন নামক এই মহাজাগতিক বিস্ময়ের সঙ্গে যুক্ত না থাকার কারণেই একঘেয়েমি আসে।
আপনার মনের স্থিরতার মধ্যেই রয়েছে গভীরতম জগতের অনুভূতি ও বুদ্ধিমত্তা।
প্রতিটি মানুষের অধিকার আছে শান্তিতে জীবন কাটানোর, শুধু মৃত্যুর পর শ্মশানের শান্তিতে নয়। আসুন তা সম্ভব করে তুলি।