Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
আমরা কখনও একই ধরনের জীবন যাপন করতে চাই না। নিজেদের জীবনের কাহিনী আমরা নিজেরাই লিখতে চাই।
ভালোবাসার জন্য সাড়ার প্রয়োজন হয় – নাহলে তা বেশিদিন টিকবে না। কিন্তু ভক্তির জন্য কারও সাহায্যের প্রয়োজন হয় না – আপনি নিজেই স্বয়ংসম্পূর্ণ।
সাধনার উদ্দেশ্য অন্য কোথাও পৌঁছানো নয়। সাধনার উদ্দেশ্য হল নিজের ভিতরে এমন এক অবস্থায় আসা যখন আপনি শুধুই এখানে উপস্থিত থাকতে পারেন। যা এখানে আছে, তা সর্বত্রই আছে; আর যা এখানে নেই, তা কোথাও নেই।
ভিতরের দৈবগুণ বহিঃপ্রকাশ খুঁজে পেলে একজন ব্যক্তিসত্তার জন্মই সারা পৃথিবীকে বদলে দিতে পারে। আপনি যেন দৈবকে জানতে পারেন। এক আনন্দময় বড়দিনের শুভেচ্ছা রইল।
আপনার ভিতরের সৃষ্টির উৎসকে যদি বহিঃপ্রকাশ খুঁজে পেতে দেন, তবে আনন্দময় হওয়াই হল একমাত্র উপায়।সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে আনন্দই হল সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ।আপনার স্পর্শে সবকিছুকে আনন্দময় করে তোলার যে পরম তৃপ্তি, তা যেন আপনি উপলব্ধি করতে পারেন।অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ রইল,
আপনার ভালোবাসা, আনন্দ এবং শান্তি যদি অন্যের ওপর নির্ভর করে, তবে এই গুণগুলোকে আপনি কখনওই নিজের গুণ বলে অনুভব করতে পারবেন না।
কীভাবে বসবেন, কীভাবে দাঁড়াবেন, কীভাবে শ্বাস নেবেন, কীভাবে সবকিছু করতে হবে, আপনার হৃদস্পন্দন কেমন হওয়া উচিত, ভিতরের প্রাণটার স্পন্দন কেমন হওয়া উচিত – সবকিছুর প্রতি যখন গভীর মনোযোগ দেন, তখনই আপনি ‘যোগ’-এর মধ্যে থাকেন।
সম্পূর্ণ স্থিরতায়, সময়ভেদ থাকে না।
গুরুর সান্নিধ্যে থাকার অর্থ আরাম-আয়েশ নয়, বরং এ এক নিরন্তর অভিযান নিজের সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করার।
সে আপনি হাঁটুন বা নাচুন, কাজ করুন বা খেলুন, রাঁধুন বা গান করুন – হয় তা সম্পূর্ণ সচেতনতার সঙ্গে করুন, অথবা সম্পূর্ণ বাঁধনহারা ভাব নিয়ে করুন। যেভাবেই করুন না কেন, আপনি সৃষ্টির সঙ্গে এক হয়ে থাকেন।
যখন কোনও জীব সত্যিই আকুল হয়ে ওঠে, তখন অস্তিত্ব সাড়া দেয়।