Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
যোগ বিজ্ঞান শুধু স্বাস্থ্য আর ফিটনেসের বিষয়ে নয়। মানব অস্তিত্বের প্রতিটি সমস্যার এ হল এক চূড়ান্ত সমাধান।
জীবনে আপনি যদি কখনও অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়ে থাকেন, তাহলে আপনার মধ্যে অন্তত এতটুকু সংবেদনশীলতা থাকা উচিত যে অন্য কাউকে যেন আপনি সেরকম পরিস্থিতিতে না ফেলেন।
আপনি আপনার শক্তিগুলোকে উচ্ছ্বসিত ও কেন্দ্রীভূত রাখলে, আপনার যা কিছুই প্রয়োজন তা অনায়াসেই ঘটবে।
যা কিছু গতিশীল তা নিজেকে নিঃশেষ করে ফেলবে। যা নিশ্চল শুধু সেটাই চিরকালীন। ধ্যান হল মূলত সেই স্থিরতার দিকেই এগিয়ে যাওয়া, সৃষ্টির কেন্দ্রবিন্দুর মতো হয়ে ওঠা।
আত্মোপলব্ধির অর্থ হল – আপনি যে কতটা বোকা ছিলেন সেটাই উপলব্ধি করা। সবকিছু ঠিক এখানেই ছিল, আপনার অন্তরে অথচ আপনি তা বুঝতেই পারেননি।
ভাবনা এবং আবেগ – দুটো বিচ্ছিন্ন জিনিস নয়। যেভাবে আপনি ভাবেন সেভাবেই আপনি অনুভব করেন।
আপনি মানসিক চাপই অনুভব করুন বা রাগ, ভয় বা অন্য যে কোনও ধরনের নেতিবাচকতা, এই সবের মূলে কারণ শুধু একটাই : নিজের অন্তরের প্রকৃতি সম্পর্কে অবহিত না হওয়া।
পথ চলার জন্য আপনি যে পথই বাছুন না কেন, আপনার পথের আলোক দিশারী আমাকে হতে দিন। এই দীপাবলি আপনার অন্তর ও বাহির উভয়কেই যেন আলোকিত করে তোলে। ভালবাসা ও আশীর্বাদ রইল,
এই সমগ্র অস্তিত্বটাই হল এক কম্পন, এবং আপনার চিন্তাও ঠিক তাই। আপনি যদি একটি শক্তিশালী চিন্তা সৃষ্টি করে তাকে বাইরে ছড়িয়ে দেন, তখন সেটা নিজেই নিজেকে বাস্তব রূপ দেবে।
আপনি কতটা পরিমাণ কাজ করেন বিষয়টা সেটা নয় – কাজটা আপনি কীভাবে করেন সেটাই জীবনকে সুন্দর করে তোলে।
আপনার সুস্থতা এবং অসুস্থতা, আপনার আনন্দ এবং দুঃখ, সবই আপনার অন্তর থেকে আসে। যদি আপনি সুস্থতা চান, তাহলে এখন সময় এসেছে অভ্যন্তরে ফিরে যাওয়ার।